Welcome you to my blog. Please feel free to leave your comment. Thank you for visiting.

Monday, 15 December 2014

হৃদয়ে বাংলাদেশ

সৈয়দ রুম্মান 





হৃদয়ে বাংলাদেশ : সৈয়দ রুম্মান


বাম ডানে মিলে লাঠালাঠি করে 
খাটাখাটি করে মজুরে;
অধিকার আছে বন্দিশালায়,
বাকিটুকু খায় মেকুরে।

চতুর তর্কে লম্ফঝম্প
পোষে অস্থির চেতনা;
বিরোধী হলেই—তুই কেউ না রে,
এ কোন নতুন বেদনা!

টুটি চেপে আছে অসহিষ্ণুতা;
অবাক বুদ্ধিবৃত্তি!
মোড়কে মোড়কে ইতিহাস জমে,
ঠোসা পড়ে পোড়ে কৃত্তি!

স্বাধিকার খোঁজে কৃচ্ছ্র সাধনা,
মিছিলে ঝান্ডা উড়িয়ে
আপন দেরাজ ভরে গোগ্রাসে
টঙ্কশালাকে গুঁড়িয়ে।

ঘর্মে কর্মে জল ভারি করে 
গরীব মধ্যবিত্ত,
বিপরীতে বাস খোলা ময়দানে;
বিবমিষা ভরা চিত্ত।

এখনও আকাশে অঙ্গার দেখি, 
বৃষ্টিও তাকে মোছে না,
বাক তকমায় জনপদ ভরে
বভুক্ষু রাত গোছে না। 

তবু গড়ি এসো ব্যবধান ভুলে,
জড়ো করে অবশেষ—
পারস্পরিক শৌর্য বীর্যে
হৃদয়ে বাংলাদেশ !

সকাল ১১.৩৯মি.
১৬ নভেম্বর ২০১৪

সেইন্ট পল্স আন্ডারগ্রাউন্ড,লন্ডন

No comments:

Post a Comment

Comment